পর্বতারোহী শায়লা বিথীর ওপর সন্ত্রাসীদের হামলা
সীমা আক্তার: রাজধানীর ধানমন্ডিতে ফুটওভার ব্রিজ দিয়ে সড়ক পার হওয়ার সময় পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দুপুরের দিকে ধানমন্ডি ২৭ নম্বরের ফুটওভার ব্রিজ দিয়ে নিচে নামার সময় সিঁড়িতে থাকা অবস্থায় পেছন দিক দিয়ে চুল টান দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন শায়লা বিথী।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান সাংবাদিকদের জানান, তিনি অভিযোগ নিয়ে আমাদের থানায় এসেছিলেন। সিঁড়ি দিয়ে ফুটওভার ব্রিজ থেকে নামার সময় কে বা কারা পেছন দিক থেকে তার চুল টান দিয়ে সিঁড়ির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন। তবে তিনি কাউকে দেখতে পাননি। ঘটনাটি শেরেবাংলা নগর থানা এলাকায় হওয়ায় অভিযোগকারী শায়লা বিথী সেখানে গিয়েছেন।
এদিকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, খ্যাতনামা পর্বতারোহী শায়লা বিথী অভিযোগ করেছেন, ফুটওভার ব্রিজ দিয়ে নিচে নামার সময় সিঁড়িতে থাকা অবস্থায় কে বা কারা পেছন দিক থেকে চুল টান দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এরকম অভিযোগের ভিত্তিতে বিস্তারিত ঘটনা জানতে পুলিশ কাজ করছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখার চেষ্টা করা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বিআলো/তুরাগ