পল্টনে ভূমিদস্যু জহিরুল বাহিনীর বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন থানা এলাকার জহিরুল ইসলাম রুমির দেওয়া মিথ্যা মামলা এবং তার গুণ্ডা বাহিনীর আধিপত্যে পালিয়ে বেড়াচ্ছে নিরীহ জাকির হোসেনের পুরো পরিবার। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী জাকিরের স্ত্রী।
লিখিত অভিযোগে জাকিরের স্ত্রী পারভিন আক্তার জানান, তার স্বামী জাকির হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তার দুটি নাবালক সন্তান রয়েছে। বড় সন্তান অস্ত্রধারী রুমির মিথ্যা মামলা আর জীবন নাশের আশঙ্কায় দেশান্তরিত। স্বামী জাকির হোসেন দীর্ঘদিন প্রবাসে চাকরি করে কষ্টার্জিত অর্থে গত ২০১১ সালে পুরানা পল্টন লাইন মৌজায় ৬.৩৭ শতাংশ জায়গা ক্রয় করেন। এবং তিনি ওই জায়গায় ৫তলা পুরাতন ভবনসহ ভোগ দখলে ছিলেন। এরই মধ্যে জাকিরের ভাড়াটিয়া জহিরুল ইসলাম রুমি, তার স্ত্রী মমতাজ পারভিন এবং তাদের ছেলে মোহাম্মদ সোহেল তার অসুস্থতার সুযোগে উল্লেখিত বাড়িটি জবর-দখল করেন। শুধু তাই নয়, জহিরুল ইসলাম রুমি ক্ষমতার দাপটে জাকির হোসেনের ক্রয়কৃত উক্ত ৫তলা ভবনের অর্ধেক নিজের বলে দাবি করেন এবং তাদেরকে ভবন ছাড়ার জন্য মারধর করেন ও জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে গত ২৩ নভেম্বর ২০১১ তারিখে জাকির হোসেন বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি জিডি করেন, যার নম্বর ১২৩২। পরবর্তীতে জাকিরের স্ত্রী ভুক্তভোগী পারভীন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে গত ৩০ নভেম্বর ২০১১ তারিখে একটি পিটিশন মোকদ্দমা দায়ের করেন, যার নম্বর ৩১৪/২০১১। মামলা করার কারণে জহিরুল ইসলাম রুমি ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে অত্যাচার শুরু করেন। ফলে বাসায় বসবাস করা জাকির দম্পতির জন্য দুর্বিষহ হয়ে ওঠে। ফলে থানাকে অবহিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জিডিও করা হয়। মামলার ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিলে বিবাদী রুমি পরিবার শান্ত থাকে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন পারভিন আক্তার। তবে ৫ আগস্ট সরকার পতনের পর দেশে অরাজকতার সুযোগ নিয়ে বিবাদীগণ আবার সক্রিয় হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট ২০২৪ তারিখে দেশে অরাজকতার সুযোগ নিয়ে সশস্ত্র অবস্থায় জাকির হোসেন ও তার স্ত্রী পারভিন আক্তারকে মারধর করে এবং আগ্নেআস্ত্রের মুখে সম্পূর্ণ বিল্ডিং তাদের বলে দাবি করে রুমিবাহিনী।
ভুক্তভোগী তার লিখিত বক্তব্যে আরো বলেন, পল্টন মডেল থানা পুলিশ থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়ে অবশেষে তার পরিবারের সদস্যগণ ও আত্মীয়স্বজনদেরকে নিয়ে উক্ত সম্পত্তিতে নিজ বাড়িতে বিবাদী জহিরুল ইসলাম রুমী এবং মমতাজ পারভীনের অপকর্মের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন, প্রতিবাদ সভা ও গ্রেপ্তারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচি পালনের পূর্বে গত ২১ অক্টোবর ২০২৪ তারিখে অফিসার ইনচার্জ, পল্টন মডেল থানাকে অবহিত করে একখানা পত্র প্রেরণ করেন, কিন্তু থানা পুলিশ তা গ্রহণ করেনি। পরে গণমাধ্যম কর্মীসহ সবার উপস্থিতিতে পুলিশ জানায়, তারা কোনো সিভিল মামলায় সহযোগিতা করতে পারবে না। পুলিশ কাউকে উচ্ছেদ করবে না। কাউকে দখল দিবে না। যার কাছে মূল দলিল পত্রাদি আছে সে এই বাড়িতে বসবাস করবে।
ভুক্তভোগী পারভিন আরো জানান, উক্ত বিষয়ে তিনি ইতিমধ্যে এলাকার সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সাংবাদিক সংগঠনকে অবহিত করেন এবং সবাইকে জাকির হোসেন মূল দলিল দেখান। পক্ষান্তরে বিবাদী রুমি কোনো দলিলপত্রাদি দেখাতে পারেননি। এরপরও ভূমিদস্যু রুমি জাকিরের বাড়ি ছাড়েননি বরং তাদের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা দিয়ে হয়রানি করছেন। পাশাপাশি পল্টন থানা পুলিশ ভূক্তভোগী জাকির দম্পতির সহায়ক না হয়ে উল্টো রুমির পক্ষ নিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন জাকিরের স্ত্রী পারভিন আক্তার।
বিআলো/তুরাগ