পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা: গ্রেফতার ৩
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পতাকা অবমাননা অভিযোগে গ্রেফতার হওয়া তিনজনই কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের সদস্য।
৫ ডিসেম্বর, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে- বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। এ সময় পতাকা অবমাননার অভিযোগে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
গ্রেফতার তিনজনের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায় বলে জানা গেছে। তারা যে বজরং দলেরই সদস্য, তা স্বীকার করেছেন সংগঠনের নেতা বাপন বিশ্বাস।
তিনি হুঁশিয়ারি দেন, গ্রেফতার হওয়া আমার সংগঠনের তিন সদস্যকে পুলিশ যদি না ছা়ড়ে, তা হলে বড় আন্দোলনের পথে হাঁটব আমরা।
উল্লেখ্য, ৫ আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিত্র শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে।
এছাড়া পালিয়ে দেশ ছাড়ার পর ভারতে হাসিনার উপস্থিতি নিয়ে ঢাকার অসন্তোষসহ বিভিন্ন কারণে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনাও প্রকট আকার ধারণ করেছে।
বিআলো/শিলি