• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    পশ্চিমবঙ্গে বিজেপির হরতাল-এ উত্তাল বাংলা 

     dailybangla 
    28th Aug 2024 2:23 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার আরজি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ এর রাজ্য সচিবালয় নবান্ন অভিযানে ‘পুলিশি সন্ত্রাসের’ অভিযোগ তুলে বিজেপি আজ বুধবার পশ্চিমবঙ্গজুড়ে বন্‌ধ (হরতাল) এর ডাক দিয়েছে।

    স্থানীয় সময় ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা ধরে পুরো পশ্চিমবঙ্গজুড়ে এই হরতাল পালনের কথা রয়েছে।

    বন্‌ধ সফল করতে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তায় নেমেছেন বিজিপির কর্মীরা। এরপর থেকে বিজেপির কর্মীদের সঙ্গে বিভিন্ন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষ হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

    বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীরা রাস্তা ও রেলপথ অবরোধ করে বন্‌ধ সফল করার চেষ্টা করছে। তাদের প্রচেষ্টা ভুণ্ডুল করে দিতে পুলিশও তৎপর রয়েছে। কোচবিহারে বাস ভাংচুরের পর দুই বিধায়কসহ অন্তত ৩০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর আনন্দবাজার পত্রিকার।

    পথে তৃণমূল কর্মীরাও অবস্থান নেওয়ায় কোথাও কোথাও তাদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, কথা কাটাকাটি, হাতাহাতি থেকে শুরু করে সংঘর্ষের ঘটনা পর্যন্ত ঘটছে। চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে তৃণমূল কর্মীদের গুলিতে তাদের এক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ বিজেপির।

    হুগলি জেলার কোন্নগড়ে পুলিশের সামনেই বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়ায় তৃণমূল কর্মীরা। বর্ধমানের আসানসোলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মালদহ জেলায় রাস্তায় যান চলাচলে বাধা দেওয়া ও দোকানপাট বন্ধ করার চেষ্টারত বিজেপি পিকেটারদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়েছে।

    মঙ্গলবার ‘নবান্ন’ অভিযানের ডাক দিয়েছিল অনিবন্ধিত ছাত্র জোট ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ ও রাজ্যটির ভিন্নমতাবলম্বী সরকারি কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। প্রতিবাদের এই আয়োজন কেন্দ্রের শাসকদল বিজেপি সমর্থিত বলে দাবি তৃণমূল কংগ্রেসের।

    এনডিটিভি জানিয়েছে, প্রতিবাদকারীরা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩১ বছর বয়সী এক শিক্ষানবিশী নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন।

    মঙ্গলবার ‘নবান্ন’ অভিযান চলাকালে পুলিশের অ্যাকশনে ১৭ জন নারীসহ ১৬০ জনেরও বেশি প্রতিবাদকারী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর, ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করেছে, এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

    শুভেন্দু পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোসকে রাজ্যটিতে ‘প্রেসিডেন্টের শাসন জারি’ করার আহ্বান জানিয়েছেন।

    অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জনতাকে বুধবারের বন্‌ধ-এ অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে এ দিন জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ বজায় রাখা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিল।

    ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ওই নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে ভারতজুড়ে তীব্র ক্ষোভ দেখা দেয়। ভারতের বিভিন্ন অংশে শিক্ষানবিশ চিকিৎসকরা অতি জরুরি নয় এমন কোনো রোগীকে চিকিৎসা দিতে অস্বীকার করে কর্মরিরতি পালন করছেন। তার এ খুনের ঘটনায় ন্যায় বিচার ও দেশজুড়ে হাসপাতালগুলোতে নারীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30