পশ্চিম তীরে এক বছরে জোরপূর্বক উচ্ছেদ ৩২ হাজার ফিলিস্তিনি
আর্ন্তজাতিক ডেস্ক: গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরেও নাটকীয়ভাবে বেড়ে যাচ্ছে ইসরাইলি দমন-পীড়ন। মানবাধিকার সংস্থাগুলোর বরাতে জানা গেছে, চলতি বছর পশ্চিম তীরের তিনটি শরণার্থী শিবির-জেনিন, নুর শামস ও তুলকারেম থেকে অন্তত ৩২ হাজার ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ করেছে ইসরাইলি বাহিনী।
হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালের পর অঞ্চলটিতে এটি সবচেয়ে বড় গণউচ্ছেদের ঘটনা।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়, গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতা তীব্রভাবে বেড়েছে। এ সময়ের মধ্যে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি, আর অবৈধ বসতি থেকে হামলার ঘটনা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।
জাতিসংঘও জানিয়েছে, পশ্চিম তীরের সি অঞ্চলে নভেম্বরের শুরুতে ঘরবাড়ি ধ্বংসের ফলে আরও এক হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, আর পূর্ব জেরুজালেমে গৃহহীন হয়েছে পাঁচ শতাধিক মানুষ।
ইসরাইলের দাবি- অনুমতি ছাড়া নির্মাণ, তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব এলাকায় ফিলিস্তিনিদের জন্য নির্মাণের অনুমতি পাওয়াই প্রায় অসম্ভব।
এতসব ঘটনার পরও পশ্চিম তীরে ইসরাইলের কার্যক্রম নিয়ে উল্লেখযোগ্য কোনো আন্তর্জাতিক জবাবদিহিতা এখনো দেখা যায়নি। মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে শরণার্থী শিবিরে অভিযান ও বলপূর্বক উচ্ছেদ সংক্রান্ত ঘটনাগুলোর তদন্তের দাবি জানিয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা
বিআলো/শিলি



