পশ্চিম তীরে ২৩ বাড়ি গুড়িয়ে দিল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২৩টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, এর শব্দ শোনা গেছে আশেপাশের শহরগুলো থেকেও। জেনিন শরণার্থী শিবিরের কাছের আদ-দামজ এলাকার একটি আবাসিক ব্লক উড়ে গেছে।
এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, জেনিনে কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে। এ ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহার হচ্ছিল। তবে এর কোনো প্রমাণ দেয়নি ইসরাইলি বাহিনী।
ইসরাইলের সেনাবাহিনী গত মাস থেকে পশ্চিম তীরে অভিযান শুরু করেছে। এ অভিযানের নাম দেয়া হয়েছে আয়রন ওয়াল। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে পশ্চিম তীরে ইসরাইলের হামলায় ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে।
বিআলো/শিলি