• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাঁচ দশক পর বাউফলে কলেজ প্রতিষ্ঠাতাকে স্মরণ 

     dailybangla 
    19th Nov 2025 6:08 pm  |  অনলাইন সংস্করণ

    মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): বাউফল সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ সৈয়দ আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাশার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, প্রভাষক শহিদুল ইসলাম ও প্রভাষক এনামুল হক সায়েম। এছাড়া মরহুম সৈয়দ আহমেদের কনিষ্ঠ ছেলে ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেলিন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

    বক্তারা বলেন, মরহুম সৈয়দ আহমেদ বাউফলের শিক্ষা আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত বাউফল সরকারি কলেজ এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁরা আরও বলেন, তাঁর আদর্শ ও অবদান আগামী প্রজন্মকে শিক্ষা ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত করবে।

    অনুষ্ঠান শেষে মরহুম সৈয়দ আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930