পাঁচ দিন পর সচল বেনাপোল বন্দর
বিআলো প্রতিবেদক: ঈদুল আযহার টানা ৫ দিনের সরকারি ছুটি শেষে আবারও বুধবার (১৯ জুন) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে শুরু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য।
এর আগে গত (১৪ জুন থেকে ১৮ জুন) ৫ দিন এপথে বন্ধ ছিল আমদানি-রফতানি। ৫ দিন পণ্য খালাস বন্ধ থাকায় এতে সরকারের প্রায় দেড়শো কোটি টাকা রাজস্ব আয় পিছিয়েছে। বন্দরেও জমেছিল পণ্যজট। এখন পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করেছে পণ্য জট।
এদিকে আমদানি-রফতানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও কর্মব্যস্ততা ফিরেছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সাথে সংশিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী ও বন্দর শ্রমিকেরা।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানিয়েছেন, সরকারি ছুটি শেষে পুনরায় এ পথে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৬শ’ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি, ২শ’ ট্রাকের মত রফতানি হয়। আর বন্দর থেকে ৫শ’ ট্রাক পণ্য খালাস হয়। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে ৩০ কোটির মত। আমদানি-রফতানি গতিশীল করতে বেনাপোল বন্দরে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘণ্টা বাণিজ্য সেবার কথা থাকলেও নানান প্রতিবন্ধকতায় সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকে আমদানি-রফতানি ও পণ্য খালাস কার্যক্রম।।
বিআলো/শিলি