• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাকিস্তানের সঙ্গে তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প 

     dailybangla 
    31st Jul 2025 3:27 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তােনের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। উভয় পক্ষই জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান একটি চুক্তিতে পৌঁছেছে। ফলে দক্ষিণ এশিয়ার দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের হার কমবে এবং একই সঙ্গে তারা একটি চুক্তিতেও স্বাক্ষর করেছে যেখানে ওয়াশিংটন ইসলামাবাদের তেলের মজুদ উন্নয়নে সহায়তা করবে।  খবর রয়টার্সের।

    স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। এই চুক্তির মধ্যে দেশটির ‘বিশাল’ তেল মজুদের যৌথ উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

    ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লেখেন, ‘এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন তেল কোম্পানি নির্বাচনের প্রক্রিয়াধীন। কে জানে, হয়তো তারা একদিন ভারতে তেল বিক্রি করবে!’

    পাকিস্তানের সঙ্গে এই চুক্তির সুনির্দিষ্ট বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্প বলেন, হোয়াইট হাউস দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় সক্রিয়ভাবে জড়িত।

    তিনি নিশ্চিত করেছেন, এদিনই দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময়সূচী নির্ধারিত হয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি অনেক দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি, যারা সবাই যুক্তরাষ্ট্রকে ‘অত্যন্ত খুশি’ করতে চান। আমি আজ বিকেলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দেখা করব। দক্ষিণ কোরিয়া এখন ২৫ শতাংশ শুল্ক আরোপ করছে, কিন্তু তাদের কাছে সেই শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে। আমি সেই প্রস্তাবটি কী তা জানতে আগ্রহী।’

    তিনি আরও বলেন, ‘অন্যান্য দেশগুলি শুল্ক হ্রাসের প্রস্তাব দিচ্ছে। এই সব কিছুই আমাদের বাণিজ্য ঘাটতি ব্যাপকভাবে কমাতে সাহায্য করবে। উপযুক্ত সময়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।’

    উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে একটি পূর্ণ ও সম্পূর্ণ বাণিজ্য চুক্তি হিসেবে অভিহিত করেছেন।

    ১ আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের নির্ধারিত সময়সীমার ঠিক একদিন আগে এই ঘোষণা এলো। এর আগে চুক্তি না করলে দক্ষিণ কোরিয়াকে ২৫ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হতো।

    গাড়ি ও উৎপাদন শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগী জাপান এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করার পর সিউলের ওপর চাপ বাড়ছিল।

    এই নতুন চুক্তির ফলে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার (প্রায় ২৬৪.১ বিলিয়ন পাউন্ড) বিনিয়োগ করবে। সিউলে এই চুক্তিকে সফল বলে দাবি করা হচ্ছে, বিশেষ করে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কমপক্ষে ৫৬ বিলিয়ন ডলারের রেকর্ড বাণিজ্য উদ্বৃত্তের কারণে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031