• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১৩ 

     dailybangla 
    03rd Sep 2025 9:58 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে সন্দেহভাজন আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত ৩০ জন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একটি রাজনৈতিক সমাবেশকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।   সূত্র: জিও নিউজ

    মঙ্গলবার সন্ধ্যায় ব্যস্ততম সারিয়াব এলাকায় বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

    সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) একজন মুখপাত্র বলেছেন, শাহওয়ানি স্টেডিয়ামের কাছের হামলাটি সম্ভবত একটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল। জরুরি দলগুলো ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে বলেও জানান তিনি।

    কোয়েটার সিভিল হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘এ হামলার ঘটনায় আমরা এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।’

    এদিকে, আল জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশকে লক্ষ্য করে ওই আত্মঘাতী বোমা হামলা হয়েছে।

    মঙ্গলবার সরকারি কর্মকর্তা হামজা শাফায়াত রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, ‘আমাদের কাছে যে প্রতিবেদন রয়েছে তাতে বলা হয়েছে যে, সমাবেশ থেকে লোকজন বেরিয়ে আসার সময় একটি পার্কিং এরিয়ায় বোমাটি বিস্ফোরিত হয়েছে।’

    বেলুচিস্তান প্রদেশের বেলুচিস্তান ন্যাশনাল পার্টি, বিএনপি -এম-এর শত শত কর্মী দলের প্রতিষ্ঠাতা সরদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী পালন করতে কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন।

    কোয়েটা হলো অশান্ত বেলুচিস্তান প্রদেশের রাজধানী, যা আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী। বেলুচ বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা এই অঞ্চলে সক্রিয় এবং অতীতে বেশ কয়েকটি হামলার দাবি করেছে।

    বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক বিবৃতিতে এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে নিরীহ মানুষের উপর কাপুরুষোচিত আক্রমণ বলে অভিহিত করেছেন। এ সময় হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি দেয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930