পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর গোলাগুলি, আফগান নাগরিক নিহত
আর্ন্তজাতিক ডেস্ক: কাতার ও তুরস্কের মধ্যস্থতায় চুক্তিবদ্ধ যুদ্ধবিরতি আবারও ভঙ্গ হলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে।
শুক্রবার গভীর রাতে দুই দেশের সেনাদের ঘণ্টাব্যাপী গোলাগুলিতে আফগানিস্তানের স্পিন বোলদাক এলাকায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাতভর চলা এই গুলিবিনিময়ে পাকিস্তানের দিকেও অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ শুরু হওয়ার কারণ নিয়ে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র দাবি করেছেন, তালেবান ‘বিনা উসকানিতে’ গুলি চালিয়েছে। অন্যদিকে আফগান তালেবান বলছে, হামলা শুরু করেছে ইসলামাবাদ।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের সম্পর্ক বারবার উত্তপ্ত হয়ে উঠেছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, আফগানিস্তানে থাকা জঙ্গিগোষ্ঠীগুলো পাকিস্তানের ভেতরে হামলা চালায়। আফগানিস্তান পাল্টা বলছে, পাকিস্তানের অক্ষমতাকে ঢাকতেই এ ধরনের অভিযোগ আনা হয়।
গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত চতুর্থ দফা আলোচনাতেও মূল বিতর্কে কোনো চুক্তি হয়নি। এমন সময়ে নতুন এই রক্তক্ষয়ী সংঘর্ষ সীমান্ত অঞ্চলে অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে। সূত্র: আল জাজিরা
বিআলো/শিলি



