পাটগ্রামে সীমান্ত এলাকায় বিজিবির শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল সেবা
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম–আঙ্গরপোতা সীমান্ত এলাকায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের দহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৫ শতাধিক ছিন্নমূল, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়।
রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভারতবেষ্টিত দহগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার ঘাটতি বিবেচনায় নিয়ে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে কয়েক শতাধিক রোগী বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সেবা পেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, রংপুর বিজিবি (৫১ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীনসহ সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারগণ।
স্থানীয়রা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিআলো/ইমরান



