পাটশিল্পে বড় বিনিয়োগে আগ্রহ চীনা প্রতিষ্ঠানের
বিআলো ডেস্ক: বাংলাদেশে সবুজ প্রযুক্তি ও পাটভিত্তিক উৎপাদন খাতে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীনের সরকারি ও বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। উৎপাদন খাতের রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ আগ্রহ জানিয়েছে এক্সিম ব্যাংক অব চায়নার প্রতিনিধিদল।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং দোংনিং জানান, দীর্ঘদিন অবকাঠামোতে বিনিয়োগের পর চীন এখন রুফটপ সোলার, পাটভিত্তিক জ্বালানি, বায়োসার ও প্লাস্টিক বিকল্প উৎপাদনে বড় প্রকল্প নিয়ে এগোতে চায়। এসব প্রকল্পে অর্থায়নেও আগ্রহী ব্যাংকটি।
ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটির প্রেসিডেন্ট ড. মা জুন বলেন, চীনা প্রতিষ্ঠানগুলো বছরে ১০ লাখ টন পর্যন্ত পাট ব্যবহার করে যৌথভাবে উৎপাদনে যেতে চায়।
প্রধান উপদেষ্টা চীনা আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, এসব বিনিয়োগ বাংলাদেশকে একটি বৈশ্বিক রপ্তানি হাবে রূপান্তর করতে পারে। তিনি দক্ষিণ-পূর্বাঞ্চলে শিল্পকারখানা স্থাপনের জন্য চীনা প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানিয়ে আঞ্চলিক রেলসংযোগ বৃদ্ধিরও প্রস্তাব করেন। সূত্র: বাসস
বিআলো/শিলি



