পাঠ্যবইয়ে ইতিহাসে সংশোধন, অভিভাবকদের জন্য ছাপা হচ্ছে গাইড
নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে সময়মতো বই পৌঁছানোর পাশাপাশি পাঠ্যবইয়ের কিছু অংশে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো অভিভাবকদের জন্য আলাদা গাইড বই ছাপানোর উদ্যোগ নিয়েছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় জানিয়েছেন, এবার বই উৎসব না হলেও বছরের প্রথম দিনেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে যাবে। ইতোমধ্যে প্রাথমিক স্তরের বই ছাপা শেষ হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ কিছু বিষয়ে ছোটখাটো সংশোধন আনা হয়েছে। পাশাপাশি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অভিভাবকদের ভূমিকা তুলে ধরতে দুই কোটি গাইড বই ছাপা হচ্ছে।
উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুদের পাঠ্যবই নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পক্ষে তিনি নন। শিক্ষার ক্ষেত্রে ন্যূনতম জাতীয় ঐকমত্য প্রয়োজন।
এদিকে, প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা হয়েছে এবং সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডের প্রস্তুতি চলছে। শিক্ষকদের মূল্যায়নের জন্য আলাদা প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বিআলো/শিলি



