পাথরঘাটায় জামায়াতের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি বিএনপি মহিলা দলের
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : পাথরঘাটায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের করা সংবাদ সম্মেলন ও অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহিলা দল।
বুধবার (২৮ জানুয়ারি) পাথরঘাটা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিন ও পৌর মহিলা দলের সভানেত্রী রুমানা ইয়াসমিন। সংবাদ সম্মেলনে তারা বলেন, গতকাল জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ দাবি করেছে যে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণাকালে তাদের নারী কর্মীরা বিএনপির নেতাকর্মীদের দ্বারা বাধা ও হেনস্তার শিকার হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বক্তারা অভিযোগ করে বলেন, বরগুনা-২ আসনে বিএনপির গণজোয়ার দেখে জামায়াতে ইসলামী দিশেহারা হয়ে পড়েছে। সেই হতাশা থেকেই তারা অপপ্রচার চালিয়ে বিএনপির ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে। তবে বিএনপির ভোট ভাঙা এত সহজ নয় বলেও দাবি করেন তারা।
ইসরাত জাহান শিরিন বলেন, বিএনপির দ্বারা কখনো নারীরা হেনস্তা বা আক্রমণের শিকার হয় না। এর প্রমাণ সম্প্রতি বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং তাদের ‘বেশ্যা’ বলে আখ্যায়িত করেছেন।
তাদের নেতাকর্মীদের বক্তব্যেই স্পষ্ট নারীরা কোন দলের মাধ্যমে সবচেয়ে বেশি আক্রমণ ও হেনস্তার শিকার হয়। সংবাদ সম্মেলনে দ্বিতীয় আরেকটি প্রসঙ্গে বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে যে ব্যক্তি কুরুচিপূর্ণ ও অবমাননাকর শব্দ ব্যবহার করেছে তাকে একজন অভিভাবক হিসেবে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাকে দল থেকে চিরতরে বহিষ্কার, প্রধান শিক্ষকের পদ থেকে অপসারণ এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
বিআলো/আমিনা



