পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পদে মোল্লা মিজানুর রহমানের যোগদান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে গত মঙ্গলবার যোগদান করেছেন যুগ্ম সচিব মোল্লা মিজানুর রহমান। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি আইসিটি মন্ত্রণালয়রে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পে যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা মাগুরা। তিনি ২০০৩ সালে ২১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে চাকরি জীবন শুরু করেন।
মাঠ প্রশাসনে তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সহকারী সচিব, উপসচিব এবং যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে তিনি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মঙ্গোলিয়া, পাকিস্তান, সৌদি আরবসহ বিভিন্ন দেশে সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ