পাবনায় রাস্তার পাশে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
পাবনা প্রতিনিধি: রাতের কোনো এক সময় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ব্যবসায়ী মিলন হোসেন (৩৮)। মঙ্গলবার সকাল ৮টার দিকে পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত মিলন হোসেন পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার হইজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে। পরিবারের দাবি, অজ্ঞাতনামা কেউ তাকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। তবে পুলিশ এখনো মৃত্যুর সঠিক কারণ শনাক্ত করতে পারেনি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, পরিবারের সদস্যরা মরদেহ সনাক্ত করেছেন এবং ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ঘটনার তদন্ত চলছে।
এ ঘটনায় নিহত মিলনের বাবা আব্দুল জলিল বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন।
বিআলো/ইমরান



