• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাম তেলের দাম কমলো, প্রতি লিটারে ১৯ টাকা কমে ১৫০ টাকা ঘোষণা 

     dailybangla 
    12th Aug 2025 4:30 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমার প্রেক্ষিতে দেশে পাম তেলের দাম প্রতি লিটার ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা ঘোষণা করেছে সরকার। এতোদিন পাম তেলের দাম ছিল ১৬৯ টাকা। তবে সয়াবিন তেলের দাম আগের মতোই ১৮৯ টাকা (প্রতি লিটার বোতল) অপরিবর্তিত রাখা হয়েছে।

    মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পাম তেলের নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, “সয়াবিন তেল ও পাম তেল দুটোই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পর্কিত। সম্প্রতি পাম তেলের দাম কমায় দেশের বাজারেও দাম কমানো হয়েছে। কিন্তু সয়াবিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে অপরিবর্তিত রয়েছে।”

    তিনি আরও জানান, “দেশে যে পরিমাণ তেল ব্যবহার হয় তার ৬০ শতাংশই পাম তেল। সাধারণত আমরা পণ্যের দাম বৃদ্ধির খবর শুনে থাকি, আজকে দাম কমার খবর দিলাম।”

    সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। তখন প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ঠিক করা হয় ১৮৯ টাকায়। এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031