পারটেক্স পিভিসি ডোরের রি-লঞ্চিং অনুষ্ঠিত: তিন মডেলের নতুন দরজা বাজারে
নিজস্ব প্রতিবেদক: “টেকসই, আস্থা ও আধুনিক স্থাপত্যের ভিত্তি” স্লোগানকে সামনে রেখে পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুনভাবে তাদের যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে দেশের শীর্ষ পিভিসি ডোর ব্যবসায়ীদের নিয়ে ‘পারটেক্স পিভিসি ডোর রি-লঞ্চিং’ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনা ও উদ্বোধনী বক্তব্য রাখেন চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার সৈয়দ কাইয়ুম হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন এক্সিকিউটিভ ডিরেক্টর জাবিদ ইকবাল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, “পারটেক্স বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত নাম। নতুন করে পথচলায় আমরা আন্তর্জাতিক মানের তিন ধরনের uPVC ডোর বাজারে এনেছি। চীন ও তাইওয়ান প্রযুক্তির অত্যাধুনিক প্লান্টে ১০০ শতাংশ বিদেশি কাঁচামাল দিয়ে স্টেট-অব-দ্য-আর্ট প্রযুক্তিতে তৈরি আমাদের দরজাগুলো দীর্ঘমেয়াদী, পানিনষ্ট-প্রতিরোধী এবং বেঁকে যাওয়ার ঝুঁকিমুক্ত।”
তিনি আরও বলেন, “রিব-স্ট্রাকচারিং প্রযুক্তির রকি, হিরো ও পপুলার—এই তিনটি মডেলের দরজায় দীর্ঘস্থায়ী SS-201 গ্রেডের হিঞ্জ, লক ও হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। স্ট্রাকচারাল লোডিং, ইউভি কালার ফেডিং, সাউন্ড ও ওয়াটার রেজিস্ট্যান্স টেস্টে উত্তীর্ণ দরজাই আমরা বাজারে দিচ্ছি। সারাদেশে শক্তিশালী ও প্রশিক্ষিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
এছাড়া তিনি জানান, কৃষি ও শিল্পায়নকে কেন্দ্র করে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে নাবিল গ্রুপের ২১টি প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন নাবিল গ্রুপের পক্ষ থেকে জনসংযোগ বিভাগের ম্যানেজার মো. বদরুদ্দোজা।
বিআলো/ইমরান



