পারমাণবিক হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে বললেন কিম
আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শত্রুদের সতর্কবার্তা দেয়ার কথা বললেও নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যক্তিগতভাবে তদারকি করেন কিম জং উন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত চতুর্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং।
এ সময় উত্তর কোরিয়ার সর্বাধিক কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করতে পারমাণবিক হামলার প্রস্তুতির জন্য নির্দেশ দেন তিনি। প্রতিবেদনে বলা হয়, কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ১৩০ মিনিট পর এটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানে।
উত্তর কোরিয়ার নিরাপত্তায় হুমকি প্রদানকারী শত্রুদের সতর্ক করতে এবং পারমাণবিক হামলার সক্ষমতা প্রদর্শনের উদ্দেশে ওই পরীক্ষা পরিচালিত হয় বলে দাবি করেছে কিম প্রশাসন।
তবে শত্রুদের সতর্ক করার কথা বললেও নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি কিম। পাশাপাশি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিতে সামরিক বাহিনীকে সদা প্রস্তুত থাকতে বলেন তিনি।
এ বিষয়ে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সিগন্যাল শনাক্ত করেছে সিউল। স্থানীয় সময় সকাল ৮টার দিকে সমুদ্র সীমানার ওপর দিয়ে তারা একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতিবিধিও লক্ষ্য করেছে।
বিগত কয়েক বছর ধরেই উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও পশ্চিমা বিশ্ব। তাদের রক্তচক্ষু উপেক্ষা করে পারমাণবিক হামলা চালাতে সক্ষম কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।
বিআলো/শিলি