পারস্য উপসাগরে ইরানের শক্তি প্রদর্শন: যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা
dailybangla
05th Dec 2025 1:08 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: পারস্য উপসাগরে কৃত্রিম বুদ্ধিমত্তা-সমৃদ্ধ সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) নৌবাহিনী, যা মার্কিন নৌবাহিনীকে সরাসরি সতর্ক করার বার্তা হিসেবে দেখা হচ্ছে।
‘শহীদ মোহাম্মদ নাজেরি’ কোডনামে শুরু হওয়া মহড়াটি হরমুজ প্রণালি থেকে ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত। এতে নবাব, মাজিদ, মিসাঘসহ উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, যা এআই-এর সহায়তায় দ্রুত লক্ষ্য শনাক্ত করে আঘাত হানতে সক্ষম।
ইরান জানিয়েছে, মহড়াটি প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তির বার্তা হলেও শত্রুশক্তির জন্য স্পষ্ট সতর্কতা।
ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা আরও দাবি করেছেন- গত জুনের ১২ দিনের সংঘাত এবং মার্কিন হামলার পর থেকেই দেশটি প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সূত্র: প্রেস টিভি
বিআলো/শিলি



