• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই: প্রধান নির্বাচন কমিশনার 

     dailybangla 
    23rd Aug 2025 2:23 pm  |  অনলাইন সংস্করণ

    মীর তোফায়েল হোসেন, রাজশাহী: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, আনুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই, তাই নির্বাচন কমিশন এই কাঠামোর বাইরে যেতে পারবে না। তিনি বলেন, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক-বিতর্ক চলছে, কিন্তু আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয়, তবে সেটা ভিন্ন বিষয়।

    শনিবার সকাল ১০টায় রাজশাহীর লোক প্রশাসন ভবনে এয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    সিইসি জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে কমিশন কার্যক্রম জোরদার করেছে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, নির্বাচন সামগ্রী ক্রয় প্রক্রিয়া চলছে এবং সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে সীমানা বিষয়ে শুনানি শুরু হবে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

    তিনি আরও বলেন, “ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের পদায়ন নিয়ে কোনো নতুন চিন্তা নেই।”

    ভোটকেন্দ্র দখল ও সন্ত্রাসের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, যারা বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান, আমরা কঠোর অবস্থানে থাকবো। ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল করা হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন, তাদের জন্য দুঃসংবাদ।

    তিনি আরও জানান, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কোনো রাজনৈতিক বিতর্কে নির্বাচন কমিশন জড়াতে চায় না।

    সিইসি আশ্বস্ত করেন যে, যারা বিগত নির্বাচনে অনিয়ম করেছিলেন, সেইসব কর্মকর্তাদের দায়িত্বে রাখা হবে না। তিনি বলেন, এই সরকার নির্বাচন নিয়ে আমাকে কোনো চাপ দেয়নি। যদি চাপ দেয়, আমি পদত্যাগ করবো।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930