পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা।
সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি, আবাসন সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক চিকিৎসা, মানসম্মত খাবার সরবরাহ এবং শৃঙ্খলাবোধ বজায় রাখাসহ জনবান্ধব পুলিশিংয়ের উপর গুরুত্ব আরোপ করেন।
পুলিশ সুপার বলেন, দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান সাফল্য।
সভা শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী পিপিএম, জেলার সকল থানার ওসি, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিসসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
বিআলো/ইমরান



