পিরোজপুর মুক্ত দিবস ২০২৫ উদযাপন : পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জামাল খান, পিরোজপুর: আজ ৮ ডিসেম্বর ২০২৫, পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হলো পিরোজপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী, রাজাকার ও আলবদরদের পরাজিত করে পিরোজপুর স্বাধীনতার স্বাদ লাভ করে। এই দিনে ঘরে ঘরে উত্তোলিত হয়েছিল লাল-সবুজের বিজয় পতাকা। পিরোজপুরের ইতিহাসে দিনটি অত্যন্ত গৌরবময় ও স্মরণীয়।
দিবসটি উপলক্ষে সকালে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের শহীদ ভাগিরথী চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যরা, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুষ্পস্তবক অর্পণ শেষে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনা, পিরোজপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের ত্যাগকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব তুলে ধরা হয়।
বিআলো/ইমরান



