পিলখানা হত্যাকাণ্ডের মামলায় পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি: পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব ৪ সিপিসি-৩ মানিকগঞ্জ।
ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার (২৬ অক্টোবর) রাতে র্যাব-৪ সিপিসি-৩ মানিকগঞ্জ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বঘুটিয়া গ্রামের বাসিন্দা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে অন্য আসামিদের সঙ্গে তিনি পালিয়ে যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি আমিনুল ইসলাম ঢাকা মহানগরীর নিউমার্কেট থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত পিলখানায় ৫৭ জন সেনা অফিসার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মোগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, র্যাব-৪, মানিকগঞ্জ।
বিআলো/তুরাগ