পুঁজিবাজারের সংকট উত্তরণে সংস্কার করা হবে: অর্থ উপদেষ্টা
বিআলো প্রতিবেদক: পুঁজিবাজারের সংকট উত্তরণে নতুন করে কোনো নীতিমালা গ্রহণ করা হবে না। বরং পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজার সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশীজনদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজার উন্নয়নে তাৎক্ষণিক, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। এর পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের পুঁজিবাজার।
তবে ২৭টি প্রতিষ্ঠানকে জেড ক্যাটেগরিতে পাঠানো ও বিনিয়োগকারীদের আন্দোলনে তা পুনর্বহাল রাখার সিদ্ধান্তের পর লেনদেন খরায় পড়ে যায় পুঁজিবাজার। বর্তমানে লেনদেন নেমে তিন থেকে সাড়ে তিনশ কোটি টাকা হচ্ছে বেশিরভাগ সময়ে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারে ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
এছাড়া কাউকে সুবিধা দিতে নতুন নীতিমালা নয়, বরং অংশীজনদের সুবিধা-অসুবিধা অনুযায়ী পুঁজিবাজার সংস্কার করা হবে।
বিআলো/শিলি