পুনর্বাসনে ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎসচাষিদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান’
কুমিল্লা প্রতিনিধিঃ বন্যার্তদের মধ্যে ত্রাণ, উপহার বিতরণ করেছে ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের নেতৃবৃন্দ। তারা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কিংবাজেহোড়া, বেড়াজাল, বালিখাড়া, বুড়িচং সদর, জগতপুর ও আরাগ আনন্দপুরের ক্ষতিগ্রস্ত তিনশ পরিবারের মাঝে গত শনিবার (৭ সেপ্টেম্বর) এই উপহারসামগ্রী বিতরণ করেন।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের পরামর্শ অনুযায়ী উপজেলার ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে এসব উপহার বিতরণ করেছে ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরাম। ফোরামের সভাপতি মোহাম্মদ নওশাদুল হকের নেতৃত্বে উপহার বিতরণ করেন ফোরামের প্রেসিডিয়াম সদস্য, ইনকিলাব সাংবাদিক ও ২০১৮ সালে কোটা সংস্কারের রিট পিটিশনারদ্বয় মোহাম্মদ আবদুল অদুদ ও আনিসুর রহমান মীর, সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান সৌরভ, সদস্য মোশাররফ হোসেন, রুমা দাস, খান স্পোর্টসের স্বত্তাধিকারী খান রহমান সাইফুল ও সামথিং নিউর স্বত্তাধিকারী শেখ মোহাম্মদ ফাহিম।
উপহার বিতরণকালে সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ অর্থ ও শ্রম দিয়ে যারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সারাদেশের মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এখন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সময়ে দেশ-বিদেশের সকলে তাদের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বন্যার কারণে অনেক মৎসচাষি ও কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুনর্বাসনের ক্ষেত্রে তাদের প্রতি বিশেষ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের আহবান করেন।
বিআলো/তুরাগ