পুরস্কৃত হলেন তানিয়া বৃষ্টি
dailybangla
05th Nov 2024 6:47 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: চলতি বছর ভালোবাসা দিবসে ইউটিউবে প্রকাশ হয় বর্তমান প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি অভিনীত ‘চোখটা আমাকে দাও’ নামে একটি নাটক। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এ নাটকে তানিয়া বৃষ্টি পতিতার চরিত্রে অভিনয় করেছেন। প্রকাশের পর থেকেই চরিত্র ও নাটকের জন্য বেশ প্রশংসা পেয়েছিলেন এ অভিনেত্রী।
এবার পেলেন সেরার স্বীকৃতি। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ নামে একটি অনুষ্ঠান।
এতে ‘চোখটা আমাকে দাও’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন তানিয়া বৃষ্টি।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এ কাজের জন্যই সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলাম, এটাও অনেক বড় পাওয়া। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।’ এদিকে বৃষ্টি বর্তমানে একাধিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন।
বিআলো/শিলি