পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
বিশেষ প্রতিনিধি: ঢাকা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান ফিরোজের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেছেন ভুক্তভোগী ট-৫৯, বৈশাখী স্মরণী, মধ্যবাড্ডার বাসিন্দা মোহাম্মদ পারভেজ আহম্মেদ। তারা বলেছেন, পুলিশ কর্মকর্তা ফিরোজ আমাদের হয়রানি, নির্যাতন, বাড়ি দখল, চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করার অভিযোগ করেন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ভুক্তভোগী মোহাম্মদ পারভেজ আহম্মেদ পরিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পারভেজ আহম্মেদ। এ সময় তার মা মিসেস পারভিন, বোন সোনিয়া আহম্মেদ ও তার স্ত্রী মৌসুমী ভূঁইয়া উপস্থিত ছিলেন।
পারভেজ আহম্মেদ বলেন, আমার মা ও এডিশনাল এসপি মাহফুজ্জামান ফিরোজ চক্রান্ত করে আমার ও আমার ছোট ভাইয়ের স্বাক্ষর জাল করে ২০ লাখ টাকার একটি চুক্তিপত্র তৈরি করে। পরে আমার ২ ভাইকে আসামি করে বিজ্ঞ শিবপুর সি.আর আমলী আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। অথচ এই মামলার বাদীকে আমি কখনো দেখি নাই, বা চিনিও না। পরবর্তীতে জানতে পারি সে বাদীর বাড়ি আমার মাতার বাবার বাড়ি ও এডিশনাল এসপির গ্রামের বাড়ি একই গ্রামে।
তিনি আরো বলেন, গত ২২ সেপ্টেম্বর এডিশনাল এসপি মাহফুজ জামান ফিরোজ আমাদের বাসায় এসে হুমকি দিয়ে বলে আপনার বাড়িটি অবজারবেশনে রাখা হলো। পরে ২৭ সেপ্টেম্বর আবার এসে হুমকি-ধামকি দিয়ে আমাদের নিকট ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বলেন, যদি টাকা না দেন তাহলে পরবর্তীতে খুব খারাপভাবেই আসবো বলে হুমকি দিয়ে চলে জান।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর আমার সম্পদ রক্ষার্থে ঢাকা ১ম যুগ্ম জেলা আদালতে একটি মামলা দায়ের করি। যার নং ৮৪১/২৪। ফিরোজের হয়রানি ত্যাক্ত বিরক্ত নানা ধরনের হয়রানির শিকার হচ্ছি আমরা। পরে বাধ্য হয়ে গত ৩০ অক্টোবর পুলিশ মহাপরিদর্শক বরাবরে অভিযোগ করা হয়। তাতে ফিরোজ আরো ক্ষিপ্ত হন এবং নানা ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন।
বিআলো/তুরাগ