পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে মাধবপাশা ইউনিয়নে কমিউনিটি সভা
বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে পুষ্টি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কমিউনিটি এঙ্গেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন “ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন” প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, প্রকল্পটির লক্ষ্য হলো মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, শিশু পুষ্টি নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য গ্রহণে উৎসাহ প্রদান এবং স্থানীয় স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এ সময় তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তা ও প্রয়োজনে হাসপাতালে রেফার করার বিষয়েও আলোচনা করা হয়।
আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সভায় উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক আরাফাত হোসেন এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল বাসার। সঞ্চালনাকালে প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল–বাবুগঞ্জের পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন এবং মাহমুদুল হাসান (পিও), সিএনআরএস।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল বাসার বলেন, পুষ্টি উন্নয়নে ইউনিয়ন পরিষদ থেকে স্বাস্থ্য ও পুষ্টি খাতে পৃথক বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদে ব্রেস্টফিডিং কর্নার স্থাপন এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে সালটার স্কেল ও হাইট স্কেল সরবরাহ করা হবে।
সভাটি সঞ্চালনা করেন এফএফ দিবাকর রায়, সিএনআরএস (সিএনপি হেপি)।
বিআলো/ইমরান



