• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    পুষ্পিত পদ্মফুল 

     dailybangla 
    09th Dec 2024 11:03 pm  |  অনলাইন সংস্করণ

    কাংবিয়ং চিওল (Byeong Cheol Kang)

    একসময় এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন,

    সুখী হও,

    আরামদায়ক অনুভব করো,

    নিজেকে শান্ত করতে শেখো,

    মনকে শান্ত রাখো।

    খ্যাতি আর মেডেল কিছুই নয়,

    সব কিছু ধূলোর মতো বাতাসে হারিয়ে যায়।

    তোমার ভেতরের মানবিকতা যদি হারিয়ে যায়,

    তাহলে তুমি এক অমূল্য রত্ন হারাবে।

    তরুণ বয়সে, তুমি প্রকৃতির নিয়মের প্রতি শ্রদ্ধা করো না।

    সব কিছু পরিবর্তনশীল,

    সবকিছুই একদিন বৃদ্ধ হয়।

    তারপরও তুমি জ্ঞানীর কথায় কর্ণপাত করো না।

    অর্থহীন কথোপকথনে জড়িয়ে পড়ো,

    জেনে রাখো, তুমি এমন স্থানে যাচ্ছ যেখানে তোমার স্থান নয়।

    তুমি ভুলকে সঠিক করতে পারো,

    লিখিত ও অলিখিত নিয়ম মেনে চলো,

    গভীর ও ধীর শ্বাস নাও।

    সুখী হও,

    আরামদায়ক হও,

    শান্তি রাখো।

    এর মধ্যেই রয়েছে মহানতা,

    জীবনের আনন্দ উপভোগ করো প্রজ্ঞার সাথে।

    পদ্মফুলের রত্ন,

    জ্বলজ্বল করে তোমার, আমার,

    এবং আমাদের মধ্যে।

    জীবন এগিয়ে চলে,

    আর করুণার শক্তি অসীম।

    মানুষ যেন মানুষকে আপন করে নেয়।

    পদ্মফুল আশায় থাকে পাকা ফলের,

    মানব মনে শান্তি আনার জন্য।

    বর্বর বৃদ্ধ

    আমার সামনে হঠাৎ এক বৃদ্ধ উপস্থিত হল

    মরক্কোর এক উপত্যকায়।

    সে আমার মাথায় জড়িয়ে দিল নীলপাগড়ি,

    যেন বহু পুরনো এক বন্ধু।

    নীলপাগড়ি পরতেই

    আমি হয়ে গেলাম এক বর্বর।

    ভাবতে লাগলাম,

    এই নীল রঙের অর্থ কী?

    বৃদ্ধ হেসে উঠল আমার দিকে তাকিয়ে!

    নীলপাগড়ি এক প্রতীক,

    যেন একমন্ত্র যা আমার আত্মাকে উন্মুক্ত করে।

    আমার পুড়ে যাওয়া ঠোঁট অনুভব করল

    যেন ভালোবাসার অমৃত পান করেছে।

    পাতার ফাঁক দিয়ে বইতে থাকা হাওয়ার মতো

    আমার মধুর কৌতুহল ছুটল বর্বরদের দিকে

    একটি তীরের মতো।

     

    * কবি কাংবিয়ং চিওল (Byeong Cheol Kang)

    কবি কাংবিয়ং চিওল একজন কোরিয়ান লেখক ও কবি। যিনি ১৯৬৪ সালে দক্ষিণ কোরিয়ার জেজুসিটিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে লেখালেখি শুরু করেন। ২৯ বছর বয়সে তার প্রথম ছোটগল্প ‘শুবারগান’ প্রকাশ করেন। ২০০৫ সালে তিনি একটি ছোটগল্পের সংকলন প্রকাশ করেন। তারপর থেকে চারটি সাহিত্য পুরস্কার অর্জন করেন। আটটিরও বেশি বই প্রকাশ করেছেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক পেন-এর রাইটার্স ইন প্রিজন কমিটির (ডরচঈ) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেজুসিটির একটি পত্রিকায় নিউজে জুইলবোর সম্পাদকীয় লেখক হিসেবে কাজ করেছেন। তিনি রাজনৈতিক বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে কোরিয়ান ইনস্টিটিউট ফরপিস অ্যান্ড কোঅপারেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কোরিয়ান অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড লিটারেচারের সভাপতিও।

     

     

     

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031