পূর্বাচল প্লট মামলা: হাসিনা-রেহানাসহ আরও ১১ জনের সাক্ষ্য
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের করা তিন মামলায় নতুন করে আরও ১১ জন সাক্ষ্য দিয়েছেন। এতে তিন মামলায় মোট সাক্ষীর সংখ্যা দাঁড়াল ৬৫।
রোববার (২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এ বিচারক রবিউল আলমের আদালতে পৃথক তিন মামলায় সাক্ষ্য দেন সরকারি তিন দফতরের ১১ জন কর্মকর্তা-কর্মচারী। আদালত আগামী ৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।
শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তিনজন সাক্ষ্য দেন- প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, মোটর ক্লিনার উজ্জ্বল হোসেন এবং কালিগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান।
অন্যদিকে আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় চারজন সাক্ষ্য দেন, এবং রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ আসামির মামলায়ও আরও চারজনের জবানবন্দি গ্রহণ করা হয়।
পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৩ জানুয়ারি এসব মামালা করে দুদক। তদন্ত শেষে ১০ মার্চ তিন মামলায় মোট ৫৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন সরকারি কর্মকর্তা, রাজউকের সাবেক কর্মকর্তা ও সচিব পর্যায়ের ব্যক্তিরা।
গত ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে তিন মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন।
বিআলো/শিলি



