পেঁয়াজ আমদানিতে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের মূল্যের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (৬ নভেম্বর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমদানি পর্যায়ে থাকা মোট করভার ১০ শতাংশের পুরোটাই প্রত্যাহার করা হলো। এর ফলে আমদানির ক্ষেত্রে আর কোনো প্রকার কোনো প্রকার শুল্ক কর থাকল না।
এতে পেঁয়াজ আমদানি বাড়বে। স্থানীয় পর্যায়ে বাজারে সরবরাহও বাড়বে। তাতে পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
ব্যবসায়ীরা জানান, বছরের এই সময়ে সাধারণত বাজারে আগাম জাতের বা মুড়িকাটা পেঁয়াজ আসে। তবে চলতি বছর অতি বৃষ্টির ফলে পেঁয়াজ আবাদ শুরু করতে দেরি হয়েছে। এর ফলে মুড়িকাটা পেঁয়াজ আসতেও সময় লাগবে। এ ছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষ হওয়ায় আমদানি নির্ভরতা বাড়ছে। তাই বাজার দুই মাস ধরে ঊর্ধ্বমুখী।
প্রসঙ্গত, দেশের বাজারে অব্যাহত মূল্যবৃদ্ধির ফলে পেঁয়াজ আমদানির ওপর কাস্টমস ডিউটি বা শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এই সুপারিশের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানিতে আরোপিত সমুদয় নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ নভেম্বর পর্যন্ত প্রত্যাহার করা হয়।
বিআলো/শিলি