পেন্টাগনের বিরুদ্ধে আদালতে নিউইয়র্ক টাইমস
dailybangla
05th Dec 2025 1:14 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নতুন বিধিনিষেধকে অসাংবিধানিক দাবি করে মামলা করেছে নিউইয়র্ক টাইমস।
নতুন নীতি অনুযায়ী সাংবাদিকদের একটি অঙ্গীকারনামায় সই করতে বলা হয়েছে, যেখানে অনুমোদনবিহীন তথ্য সংগ্রহ না করার শর্ত রয়েছে।
টাইমস বলছে, ২১ পৃষ্ঠার এই চুক্তি সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সীমিত করছে। নীতির প্রতিবাদে বহু সাংবাদিক তাদের পেন্টাগন অ্যাক্সেস ব্যাজ ফেরত দিয়েছেন।
দ্য গার্ডিয়ান, সিএনএন, এপি, রয়টার্সসহ বড় সংবাদমাধ্যমও চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানায়। মামলায় নীতিমালা স্থগিতের নির্দেশ চাইছে টাইমস।
বিআলো/শিলি



