পেশাদার সাংবাদিকদের দ্রুত অ্যাক্রেডিটেশন কার্ড প্রদানের আহ্বান বিপিএসএস-এর
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে পেশাদার সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন সাংবাদিক সমিতি (বিপিএসএস)। এক বিবৃতিতে পেশাদার সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আহ্বান জানান সংগঠনের সভাপতি আনজুমান আরা শিল্পী ও সাধারণ সম্পাদক কাজী রহিম শাহরিয়ার। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা তথ্যের অবাধ প্রবাহ এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা আশা করি, সার্বিক নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি পেশাদার সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবে। এক্ষেত্রে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রেডিটেশন কার্ড প্রদান করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ পর্যটন সাংবাদিক সমিতি (বিপিএসএস) সরকারের যে কোনো গঠনমূলক পদক্ষেপের প্রতি খুবই আস্থাশীল। তবে গণহারে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্তকে আমরা সুবিবেচনা প্রসূত বলে মনে করি না। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারকে আরও সতর্ক ও সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রকৃত পেশাদার সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।