পোস্টাল ব্যালটে রাজনৈতিক লেখা দিলে এনআইডি ব্লক হবে
বিআলো প্রতিবেদক: ডাকযোগে পাঠানো পোস্টাল ব্যালটের খাম ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা চালালে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসির পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রকাশিত এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে গিয়ে ব্যালটের খামের ওপর কোনো লেখা, স্লোগান বা প্রচারণামূলক কিছু যুক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ইসি জানিয়েছে, ব্যালট পেপার শুধুমাত্র সংশ্লিষ্ট ভোটার নিজে সংগ্রহ করবেন এবং ভোটের গোপনীয়তা রক্ষায় অন্য কারও সহায়তা নেওয়া থেকে বিরত থাকতে হবে। নিয়ম ভঙ্গ করলে এনআইডি ব্লকসহ অন্যান্য আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে।
এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটার, ভোটের দায়িত্বে থাকা সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন, যার মধ্যে দেশে অবস্থানরত ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।
ইসি জানিয়েছে, এনআইডি ব্লক হলে বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে বিঘ্ন ঘটতে পারে।
বিআলো/শিলি



