• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রকৃতির রঙে, সংস্কৃতির ঢঙে— হবিগঞ্জে দ্বিতীয়বারের মতো ‘শব্দকথা শরৎ উৎসব’ 

     dailybangla 
    14th Sep 2025 11:46 pm  |  অনলাইন সংস্করণ

    হবিগঞ্জ প্রতিনিধি: বাংলার ঋতুচক্রে শরৎকাল মানেই ভিন্ন আবহ। শ্রাবণের মুষলধারার অবসান ঘটলে প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। সবুজ ধানক্ষেতের বিস্তার, রৌদ্র-ছায়ার খেলা আর নদী-খাল-বিলের ধারে শুভ্র কাশফুলের সারি বাঙালির হৃদয়ে জাগায় আনন্দের স্রোত। এই প্রকৃতি ও সংস্কৃতির মিলনকে কেন্দ্র করেই হবিগঞ্জে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো “শব্দকথা শরৎ উৎসব ২০২৫”।

    শহরের গ্রীন ভিলেজ পার্ক প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই উৎসবে যোগ দেন সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন অঙ্গনের গুণীজন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শব্দকথার সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরপদার ও নির্বাহী সদস্য সৈয়দা রিমা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপসচিব ও বিশিষ্ট লেখক মো: হারুন অর রশীদ সাগর। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী জালাল, সংগীত প্রশিক্ষক স্বদেশ দাশ, কবি ও প্রাবন্ধিক জাহান আরা আফছর, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমীর আলী, হবিগঞ্জ নজরুল একাডেমির সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, উদ্ভিদ গবেষক ড. সুভাষ চন্দ্র দেব, সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, সংগীতশিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, জাসাস হবিগঞ্জ জেলা আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হক, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, শব্দকথার উপদেষ্টা হেলাল আহমেদ, কবি বিশ্বজিৎ ভট্টাচার্য্য, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ এবং খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ প্রমুখ।

    কবিতা আবৃত্তিতে অংশ নেন ইমরান হোসাইন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, সৈয়দা বেলী, এনি মনি দাশ, ইয়াসির আহমেদ, জান্নাতুল নওমি, ফারজানা রহমান ছবি, চৌধুরী তাওহীদ বিন আজাদ, মো: নাঈম, তাইজুল ইসলাম, মীর ফয়সল, ইসরাত জাহান ফাল্গুনী এবং আইয়ুব আলী। তাঁদের কণ্ঠে ফুটে ওঠে শরতের সৌন্দর্য আর আবেগ।

    গান পরিবেশনা করেন গোপী মোহন দাস, নুরুন্নাহার শিমুল, ইয়াছিন মাহমুদ, শিরিন আক্তার, জগৎ সরকার, সৌরভ রায় এবং ব্যান্ড দল ব্যঞ্জক। তাঁদের সুরে শরতের গান যেন দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

    আলোচনা সভা শেষে চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

    শুধু কবিতা-পাঠ ও গান নয়, অনুষ্ঠানজুড়ে ছিল শরতের আবহ, আনন্দ ও মিলনমেলা। আলোচকেরা বলেন, হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছে এবং তরুণ প্রজন্মকে সাহিত্যে-সংস্কৃতিতে আরও অনুপ্রাণিত করবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930