• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রতিবন্ধীদের জন্য একগুচ্ছ বাংলা সফটওয়্যার আনছে আইসিটি বিভাগ 

     dailybangla 
    23rd Jul 2025 11:59 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম শাহজালাল সাইফুল: বাংলা ভাষাভাষী বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের প্রযুক্তিতে অন্তর্ভুক্ত করতে একগুচ্ছ বিশেষায়িত সফটওয়্যার আনছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার এবং বাংলা ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার শীঘ্রই উন্মুক্ত করা হবে। ইতোমধ্যে বাংলা ইশারা ভাষার একটি ডেটাসেট উন্মুক্ত করা হয়েছে, যা পাওয়া যাচ্ছে HuggingFace প্ল্যাটফর্মে।

    রাজধানীর আগারগাঁওয়ে ‘প্রতিবন্ধিতা অতিক্রমণে প্রযুক্তি’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের “তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ” প্রকল্প।

    প্রধান অতিথি আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “প্রযুক্তিগত সমতা প্রতিষ্ঠায় অ্যাক্সেসিবিলিটি একটি মৌলিক বিষয়। প্রতিবন্ধিতাকে প্রযুক্তির মাধ্যমে অতিক্রম করাই আমাদের লক্ষ্য।” তিনি জানান, স্ক্রিন রিডার ‘আলো’, বাংলা ব্রেইল কনভার্টার, সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনিশন সিস্টেম, টেক্সট টু সাইন পাপেট ও টিটিএসভিত্তিক অডিওবুক তৈরির কাজ চলমান।

    বিশেষ অতিথি মনসুর আহমেদ চৌধুরী বলেন, “আমি নিজে দৃষ্টিশক্তি হারানোর অভিজ্ঞতা থেকে জানি—ব্রেইল সংস্করণে তথ্যপ্রদান কতটা জরুরি।” তিনি দ্রুত সফটওয়্যারগুলো উন্মুক্ত করার দাবি জানান।

    প্রকল্প পরিচালক মোঃ মাহবুব করিম বলেন, “প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য সমঅধিকারের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।” তিনি জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাও ডিজিটাইজেশনের আওতায় আনা হচ্ছে।

    কর্মশালায় অংশগ্রহণকারীরা নির্মাণাধীন সফটওয়্যার সম্পর্কে মতামত প্রদান করেন। অনুষ্ঠানে ইশারা ভাষার দোভাষী হিসেবে ছিলেন আরাফাত সুলতানা লতা ও আরিফুল ইসলাম।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930