• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রতীক্ষায় মাগুরাবাসী, কবে শুরু হবে মেডিকেল কলেজের নির্মাণকাজ? 

     dailybangla 
    30th Oct 2025 5:22 pm  |  অনলাইন সংস্করণ

    এসএম শিমুল রানা, মাগুরা: মাগুরা জেলার মানুষের বহু আকাঙ্ক্ষার প্রকল্প- মাগুরা মেডিকেল কলেজ। ২০১৯ সালে প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হলেও ছয় বছর কেটে গেছে, এখনো স্থায়ী ক্যাম্পাসে যাওয়া হয়নি এই মেডিকেল কলেজের। নিজস্ব ভবন না থাকায় সীমিত অবকাঠামোয় দুরাবস্থার মধ্যে চলছে পাঠদান ও চিকিৎসাসেবা।

    বর্তমানে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের পাশে ১০০ শয্যার একটি ভবনে অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে মাগুরা মেডিকেল কলেজ। একই ভবনে একদিকে রোগীদের চিকিৎসা কার্যক্রম চলছে, অন্যদিকে ক্লাস, ল্যাব ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হওয়ায় ব্যাঘাত ঘটছে শিক্ষায় এবং চিকিৎসা সেবায়।

    কলেজের অধ্যাপক ডা. কামরুল হাসান বলেন, “স্থায়ী ভবন না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা নানামুখী সীমাবদ্ধতার মুখোমুখি। পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাব ও হোস্টেল সুবিধা না থাকায় মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ছে। একইসঙ্গে রোগীরাও প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। পারল্লা এলাকায় জমি নির্ধারণ করা হলেও এখনো বাজেট অনুমোদন হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হবে।”

    প্রশাসন সূত্র জানায়, পারল্লা এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য জায়গা চূড়ান্ত করা হয়েছে। সরকারি বাজেট অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু করা হবে।

    স্থানীয় বাসিন্দা ছলেমান হোসেন বলেন, “একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হলে মাগুরায় উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। কিন্তু ঘোষণার ছয় বছর পরও দৃশ্যমান অগ্রগতি নেই- এটা হতাশাজনক।”

    স্থানীয়দের অভিযোগ, ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় পিছিয়ে পড়ছে মাগুরা। ফলে আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার মানুষ।

    মাগুরাবাসীর প্রত্যাশা- দ্রুত বাজেট অনুমোদন ও নির্মাণকাজ শুরু করে স্বপ্নের মেডিকেল কলেজ বাস্তবে রূপ দেওয়া হোক; যাতে এই প্রতিষ্ঠান কাগজে-কলমে নয়, পূর্ণাঙ্গ অবকাঠামোসহ মানবসেবায় ভূমিকা রাখতে পারে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031