প্রতীক সংকটের সমাধান: শাপলা কলি মানতে রাজি এনসিপি
নিজস্ব প্রতিবেদক: শাপলা প্রতীককে ঘিরে টানা সাড়ে চার মাস ধরে নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে।
রোববার (২ নভেম্বর) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে প্রতীক বরাদ্দের জন্য নতুন করে আবেদন জমা দেয়।
দলটি আবেদনপত্রে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি- এই তিনটির মধ্যে যেকোনো একটি প্রতীক বরাদ্দের অনুরোধ করেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছিলাম। শাপলা কলি দিলে সেটাই নেবো।” তৃণমূল পর্যায়ে শাপলা কলি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার কথাও জানান তিনি।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য জোট নিয়ে মন্তব্য করতে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপি-জামায়াত যদি ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিবাজ রাজনীতি’ থেকে সরে আসে, তাহলে এনসিপি জোটে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে।
নাসীরুদ্দীন আরও দাবি করেন, নির্বাচন কখনই হোক- ভোটের দিন বা তার আগে- গণভোট যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে হবে।
বিআলো/শিলি



