প্রথম বাংলাদেশী নারী মহাকাশচারী প্রার্থী হিসাবে সারাহ করিম নির্বাচিত
বিআলো ডেস্ক: টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন সারাহ করিম। বাংলাদেশের জন্য এটি মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা।
সারাহ করিম প্রথম বাংলাদেশী নারী যিনি আন্তর্জাতিক মহাকাশ মিশনে যোগদানের পথে টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এই ঐতিহাসিক মুহূর্তের জন্য তিনি তার পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি ফেসবুকে লিখেছেন, “আমি বিনীত এবং গর্বিত বোধ করছি যে আমাকে ২০২৬-২০৩০ সময়সীমার জন্য মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।”
সারাহ করিম জানান, “আজ আমি আনুষ্ঠানিকভাবে মহাকাশচারী হওয়ার পথে পা রাখছি। ইনশাআল্লাহ, সবকিছু ঠিক থাকলে আমি মহাকাশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশী হব। ৯ বছর বয়সে যে স্বপ্ন দেখেছিলাম, সেটি আজ বাস্তবায়নের পথে।”
তিনি আরও উল্লেখ করেন, “আগামী বছর আমার মহাকাশচারী প্রশিক্ষণ শুরু হবে। ২০২৯/৩০ সালে পৃথিবী থেকে ৩০০ কিলোমিটার উপরে টাইটানস জেনেসিস মহাকাশযানে একটি ঐতিহাসিক কক্ষপথ অভিযান সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেব। এই অভিযানে নাসার প্রবীণ মহাকাশচারী বিল ম্যাকআর্থার প্রধান মহাকাশচারী হিসেবে নেতৃত্ব দেবেন।”
সারাহ বলেন, “এই মুহূর্তটি শুধু আমার নয়। এটি প্রতিটি বাংলাদেশী মেয়ের জন্য, যারা চুপচাপ স্বপ্ন দেখে, প্রতিটি শিশুর জন্য যারা উপরে তাকিয়ে বিস্ময় পায়, এবং প্রতিটি মায়ের জন্য যারা নিজের কাঁধে পুরো মহাবিশ্ব বহন করেন।”
তিনি শেষ করেন, “আমার স্বামী, পরিবার এবং সমস্ত সমর্থকদের ধন্যবাদ। টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজকে বিশেষ ধন্যবাদ, এমন এক মেয়ের প্রতি বিশ্বাস রাখার জন্য যার এক সময় শুধু স্বপ্ন আর আশা ছিল। মহাকাশে বাংলাদেশের পতাকা বহনের সুযোগ পাওয়া আমার ছোটবেলার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। এটি শুধু শুরু।”
বিআলো/শিলি



