প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে সাংবাদিক নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে বাংলাদেশ সম্পাদক ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ (১২ জুন -২৪) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার শুভেচ্ছা জ্ঞাপন এবং অভিনন্দন পত্র হস্তান্তর করেন। এসময় ফোরামের কার্যনির্বাহী সদস্য রিমন মাহফুজ ও মোঃ মফিজুর রহমান খান বাবু উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের সম্মানীত উপদেষ্টা নাইমুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া ও অভিনন্দন পত্র তুলে দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান বাংলাদেশ সম্পাদক ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ওঢা কা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ। বাংলাদেশ সম্পাদক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারী মো. মফিজুর রহমান খান বাবু প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমের যাবতীয় বিষয়ে তার সহযোগিতা কামনা করেন।
বিআলো/তুরাগ