• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রভা এবার বড়পর্দায়: শাড়ির লুক আর নতুন ল্যান্ডমার্ক মুহূর্তে দর্শকদের চমক 

     dailybangla 
    31st Aug 2025 3:52 am  |  অনলাইন সংস্করণ

    প্রভা শেয়ার করলেন বড়পর্দার অভিষেকের আনন্দ
    ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’: প্রভার বড়পর্দার নতুন ঠিকানা

    বিনোদন প্রতিবেদক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন টেলিভিশন নাটকে দর্শকদের হৃদয় জয় করেছেন। আর সেই জনপ্রিয়তা এবার তাকে বড়পর্দায় নিয়ে যাচ্ছে। শনিবার (৩০ আগস্ট) গাজীপুরের হোতাপাড়ায় ‘দেনা পাওনা’ সিনেমার শুটিং সেটে প্রভাকে দেখা গেছে শাড়িতে, যার মার্জিত লুক এবং সাবলীল উপস্থিতি ভক্তদের চোখে এক নতুন চমক এনে দিয়েছে।

    রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। ছবিতে প্রভার চরিত্রের নাম নিরুপমা। সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মামনুন হাসান ইমন। প্রভার ভঙ্গি, চোখের ভাব এবং সংলাপের সূক্ষ্মতা শুটিং সেটে থাকা সবাইকে মুগ্ধ করেছে।

    প্রভা চলচ্চিত্রে নাম লেখাতে দেরি হওয়ার কারণ জানিয়ে বলেন, “আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলেনি। কখনও সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি, আবার কখনও পারিবারিক কারণে করতে পারিনি। সেই সিনেমাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সিনেমার গান আজও মানুষের মুখে মুখে।”

    শুটিংয়ের সময় প্রভা কফি কাপে চুমুক দিতে দিতে হেসে বললেন, “আজ শুটিংয়ে অংশ নিয়ে সত্যিই আনন্দ লাগছে। আশা করছি দর্শকরা আমার নতুন লুক এবং অভিনয় দুটোই উপভোগ করবেন।”

    প্রভা জানান, কিছুদিন আগে ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন। আগেভাগে ঘোষণা না দেওয়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “নানা রাজনৈতিক জটিলতার ভয়ে আগেই জানাতে পারিনি। আজ শুটিংয়ে অংশ নিয়ে সুখবরটি সবার সঙ্গে ভাগাভাগি করলাম।”

    শুটিং সেটে প্রভার শাড়ির লুক, বন্ধুসুলভ হাসি এবং সহশিল্পীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ সব মিলিয়ে যেন একটি লাইভ ফিল্মি মুহূর্ত তৈরি করেছে। ছোটপর্দার জনপ্রিয়তার পর প্রভার বড়পর্দার যাত্রা ভক্তদের মধ্যে নতুন কৌতূহল এবং উত্তেজনা তৈরি করেছে।

    দেনা পাওনা’ ছাড়াও প্রভা আরও একটি সরকারি অনুদানপ্রাপ্ত ছবিতে অভিনয় করছেন। ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’-এ তার সহশিল্পী এ বি এম সুমন। উভয় ছবিই ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে—‘দেনা পাওনা’ ৫৫ লাখ টাকা এবং ‘দুই পয়সার মানুষ’ ৫৮ লাখ টাকা। প্রথম লটের শুটিং শেষে ‘দেনা পাওনা’-এর দ্বিতীয় দফার কাজ হবে এফডিসিতে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই উভয় সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    ‘দেনা পাওনা’ এবং ‘দুই পয়সার মানুষ’ চলচ্চিত্র দুটি শুধু প্রভার বড়পর্দায় অভিষেক নয়, বরং আধুনিক দর্শক এবং বাংলা চলচ্চিত্রের জন্য নতুন প্রত্যাশার জন্ম দিচ্ছে।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031