প্রাথমিক শিক্ষকদের আন্দোলন: নেতৃত্বে থাকা ৫ জনও বদলি তালিকায়
নিজস্ব প্রতিবেদক: দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় পাঁচ শিক্ষক নেতাসহ ৪২ জন সহকারী শিক্ষককে নিজ জেলা থেকে সরিয়ে পার্শ্ববর্তী জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে জারি করা আদেশে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সুপারিশ অনুযায়ী এসব বদলির অনুমোদন দেওয়া হয়। বদলি হওয়া নেতাদের মধ্যে রয়েছেন খায়রুন নাহার লিপি, শামছুদ্দীন মাসুদ, আবুল কাশেম, মাহবুবার রহমান ও মনিরুজ্জামান।
সকলকেই নিজ জেলা ছাড়িয়ে পাশের জেলায় পাঠানো হয়েছে- ফলে কেউই আগের কর্মস্থলে থাকতে পারছেন না। অধিদফতর আলাদা আদেশে জানিয়েছে, শামছুদ্দীন মাসুদকে ‘প্রশাসনিক কারণে’ নোয়াখালী থেকে লক্ষ্মীপুরে বদলি করা হয়েছে।
শামছুদ্দীন মাসুদ জানান, সারাদেশে ৫০০-৫৫০ জন শিক্ষককে এভাবে বদলি করা হয়েছে; নোয়াখালীতেই সংখ্যা প্রায় ৪০।
সাধারণত প্রাথমিক শিক্ষকরা নিজ জেলায় পদায়ন পান; তবে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে ভিন্ন জেলায় বদলি শাস্তিমূলক রেওয়াজ হিসেবে ব্যবহৃত হয়।
তিন দফা দাবিতে চলমান কর্মবিরতি ও ‘শাটডাউন’ আন্দোলন বদলির আদেশের পর শিক্ষকরা স্থগিত করেছেন।
বিআলো/শিলি



