প্রার্থিতা বাতিলে আন্দোলনে স্থানীয় বিএনপি — মান্নানের বিদায়ের দাবিতে অগ্নিমিছিল
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান দলের নেতাকর্মীদের ‘চাঁদাবাজ’ আখ্যা দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে। এ দাবিতে বুধবার (১৯ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই মশাল মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা অভিযোগ করেন— মান্নানের সাম্প্রতিক মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে।
নেতাকর্মীরা জানান, “দলের জন্য ক্ষতিকর এমন ব্যক্তি প্রার্থী হলে মাঠে নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে। তাই সুশিক্ষিত, যোগ্য ও গ্রহণযোগ্য কাউকে মনোনয়ন দেওয়া জরুরি।” এ সময় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে মান্নানের প্রার্থিতা বাতিলের আহ্বান জানান।
এর আগে, ১৮ নভেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে দলীয় সূত্র জানায়।
বিআলো/এফএইচএস



