প্রেমের দায়ে কিশোর-কিশোরী সংশোধনাগারে
নেত্রকোনার আটপাড়ায় এক কিশোরী বিয়ের দাবিতে চার দিন প্রেমিকের বাড়িতে অনশন করায় দুইজনকেই সংশোধনাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে নেত্রকোনার আটপাড়া উপজেলার মহেশ্বরখিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, মহেশ্বরখিলা গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই গ্রামের সমবয়সী আরেক কিশোরের (গার্মেন্টস কর্মী) প্রেমের সম্পর্ক ছিল। উভয়ের চাপে অভিভাবকরা রোববার রাতে বিয়ের আয়োজন করতে বাধ্য হন।
কিন্তু অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোর-কিশোরীর বিয়ের খবরে বাদসাধে আটপাড়া উপজেলা প্রশাসন। স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া তাৎক্ষণিক সেখানে পুলিশ নিয়ে হাজির হন। তিনি জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী দুইজনকেই আটক করে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার তাদের গাজীপুরের কিশোর ও কিশোরী সংশোধনাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।