• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    প্লাস্টিকের দাঁত লাগিয়ে কোরবানির ছাগল বিক্রি, বিক্রেতা আটক 

     dailybangla 
    17th Jun 2024 1:36 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: প্লাস্টিকের দাঁত লাগিয়ে কোরবানির পশু বিক্রির অভিযোগে পাকিস্তানের করাচি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    শনিবার (১৫ জুন) দেশটির করাচির গুলবার্গ চৌরঙ্গী এলাকা এ ঘটনা ঘটে।

    এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, নকল দাঁত লাগিয়ে ছাগল বিষয়টি ধরে ফেলেন এক ক্রেতা। তিনি একটি ছাগলের মুখ থেকে নকল দাঁত বের করছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তারপরেই নড়েচড়ে বসে পাকিস্তানি প্রশাসন।

    পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের করাচিতে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। তবে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তের পর পুলিশের আরও সাতটি ছাগল জব্দ করেছে।

    পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তারা নকল দাঁত লাগানো পশু বিক্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান। অভিযুক্ত বিক্রেতা ঈদুল আজহার জন্য পশু বিক্রি করতে সিন্ধু প্রদেশ থেকে হায়দ্রাবাদ এবং করাচিতে আসেন। তাকে গুলবার্গের চৌরঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে থাকা সাতটি ছাগল জব্দ করা হয়। গ্রেপ্তার বিক্রেতা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু বিক্রি করতে হায়দ্রাবাদ ও করাচিতে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেছেন। এ ঘটনায় আরও তদন্ত চলছে।

    প্রসঙ্গত, পাকিস্তানে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটিতে গত ৭ জুন জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ঈদুল আজহা মুসলিমদের একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব যেখানে তারা পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি হজরত ইব্রাহিমের (আ.) আনুগত্যকে স্মরণ করে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2024
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930