ফতুল্লায় ফেরিতে ট্রাকের ধাক্কা: নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
মো. মনির হোসেন,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে চলন্ত ফেরিতে একটি ট্রাকের ধাক্কায় ৫টি যানবাহনসহ ৩ জন নিখোঁজ হওয়ার ঘটনায় রাতেই তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও পাগলা কোস্টগার্ডের যৌথ অভিযানে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—প্রবাসী মাসুদ রানা, ভ্যানচালক স্বাধীন এবং মোটরসাইকেল আরোহী গার্মেন্টস শ্রমিক রফিক।
শনিবার রাত ৯টার দিকে ফতুল্লা থেকে বক্তাবলী ঘাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই দুইজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পরে রাতেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে দুর্ঘটনার কিছুক্ষণ পর গার্মেন্টস শ্রমিক রফিককে আশঙ্কাজনক অবস্থায় নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকের স্ত্রী পিংকি জানান, তার স্বামীর বাড়ি ফতুল্লার ভোলাইল এলাকায়। শনিবার রাতে তিনি তার দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বক্তাবলীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ধলেশ্বরী নদী পার হওয়ার সময় বক্তাবলী ফেরিতে থাকা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ পিংকি ও তার দুই সন্তান ফেরির ওপর পড়ে গেলেও রফিক ট্রাকসহ নদীতে পড়ে যান।
ফেরিতে থাকা লোকজন দ্রুত রফিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
ঘটনার পর দুর্ঘটনাকবলিত ফেরিটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআলো/ইমরান



