ফতুল্লায় ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ৮ (আট) কেজি গাঁজাসহ মো. সোহাগ (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. রফিক বিপিএম-এর নেতৃত্বে এসআই শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্স শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লঞ্চ ঘাট পল্টুনের সামনে পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের নাম মো. সোহাগ (২০) বলে পরিচয় দেয়। সে মো. বাবুল ও মোসা. অঞ্জনা বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন গান্দা বাবনার পাড়া এবং বর্তমানে সে ফতুল্লা থানাধীন নন্দলালপুর নাক কাটাবাড়ি মোড় এলাকায় জনৈক এক নোয়াখাইলার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে বলে জানায়।
পরবর্তীতে তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অপরাধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিআলো/তুরাগ



