ফরিদগঞ্জের সাহাপুরে নান্দনিক মসজিদ: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম এর হাতে আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে আল্লাহর ঘর হিসেবে নবনির্মিত একটি দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন কাশেম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান আজাদ মসজিদের পেশ ইমাম মাওলানা কারী হাবিবুর রহমান মেশকাত, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেদায়েত উল্লাহ মানিক। এ সময় স্থানীয় আলেম-ওলামা, হাফেজ, ইমাম, মোয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক ভাবগাম্ভীর্যময় পরিবেশে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্দনিক স্থাপত্যশৈলী ও আধুনিক নকশায় নির্মিত এই মসজিদটি সাহাপুর ও আশপাশের এলাকার মুসলমানদের জন্য নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা, তারাবি ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালনের একটি গুরুত্বপূর্ণ ইবাদতকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। পাশাপাশি কোরআন শিক্ষা, দ্বীনি দাওয়াত ও নৈতিক মূল্যবোধ চর্চার ক্ষেত্র হিসেবেও মসজিদটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মসজিদ নির্মাণে অর্থায়ন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন পাটোয়ারি। তাঁর এই উদ্যোগকে সদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মসজিদ মুসলমানদের ঐক্যের কেন্দ্র, ইমান ও তাকওয়া বৃদ্ধির স্থান। এই মসজিদকে কেন্দ্র করে এলাকার ধর্মীয় অনুশাসন, সামাজিক সম্প্রীতি ও নৈতিক জীবনব্যবস্থা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিআলো/এফএইচএস



